ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি চলছে! ভর্তি চলছে!»
  • ►  নার্সারি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!
  • ► সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Sunday, 29 December 2019

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এওয়ার্ড পেলেন দর্শনার লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল

চুয়াডাঙ্গা প্রতিনিধি,২৯ ডিসেম্বর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার প্রানকেন্দ্রে অবস্থিত লিটিল এনজেলস ইন্টাঃ স্কুুল কে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ‘জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করেছেন। বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কুমার দ্ত্ত। প্রধান শিক্ষক বিকাশ কুমার দত্ত বলেন লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল প্রতিষ্ঠা হবার পর থেকে দর্শনার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানটি দামুড়হুদা উপজেলায় সর্বোচ্চ ২৮ টি এ+ সহ ১৪ জন বৃত্তি পেয়েছে। ২০১৯ সালেও এ ধারাবাহিকাতা অক্ষুন্ন রাখবে বলে আমরা আশাবাদী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, ২০২০ সালকে আমরা হ্যান্ড রাইটিং দিবস ঘোষনা করেছি। সকল শিক্ষার্থী যেন হাতের লেখা সুন্দর করতে পারে সে লক্ষে কাজ করছি।
ঢাকা সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাাঁচার মেলা মিলনায়তনে গত শনিবার রাতে “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা” শীষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো: আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যান বিএলডিপি এম. নাজিম উদ্দিন আল আজাদ, উদ্বোধক ছিলেন আজকের সূর্যদয়’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা), বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গণ আজাদীলীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী।

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এওয়ার্ড পেলেন দর্শনার লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল 

Saturday, 23 April 2016

লিটিল এনজেলস স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুত ব্যবস্থা চালু

লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল আজ ২৩ এপ্রিল শনিবার থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুত ব্যবস্থা চালু করল লিটিল এনজেলস কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করা চালু করা হল নিজস্ব বিদ্যুত । ফলে এখন থেকে বিদ্যুত না থাকলেও শিক্ষার্থীদের কোন কষ্ট করতে হবে না।
লিটিল এনজেলস স্কুলের অধ্যক্ষ বিকাশ দত্ত বলেন এতদিন অভিভাবকরা ধৈর্য্য ধরায় তিনি তাদের কাছে কৃতজ্ঞ।

Wednesday, 6 January 2016

২০১৬ সালে ভর্তি পরীক্ষার উত্তির্ন ছাত্রছাত্রীর নামের তালিকা

প্রথম শ্রেনি
১। আলিফ
২। রিমেল
২য় শ্রেণি
১। নাফিসা আনজুম নিশি
২।সাকিব আল হাসান
৩। জ্যোতি খাতুন
৪। ইসরাত জাহান শোভা

Wednesday, 28 October 2015

Little Angels Day nursery in Darsana

A school for children of all ages. We have been in the town since 2007 and literally hundreds of children from Darsana, Chuadanga  and surrounding areas have passed through our doors over the years. If you are researching local nurseries we would be delighted to show you around and explain why we think Little Angels is such a safe, welcoming and special place for your child.

Tuesday, 20 August 2013

সারকথা

লিটিল  এনজেলস ইন্টাঃ স্কুল চুয়াডাঙ্গা জেলায় একটি ব্যাতিক্রমধর্মী স্কুল। ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়নে স্কুলটি একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ এই স্বুলের মূল লক্ষ্য। ২০০৭ সালে স্কুলটি শুরু হয়। স্কুলের ৪ জন পরিচালক দর্শনার শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভুমিকা রাখে। স্কুলের প্রধান পরিচালক স্বরুপ দাস ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।