ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি চলছে! ভর্তি চলছে!»
  • ►  নার্সারি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!
  • ► সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমুহ



⇛ ক্লাসের পড়া ক্লাসেই শেষ  এটিই লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ”-এর একমাত্র বৈশিস্ট্য।
⇛ লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ”-এর প্রাথমিক শাখা অপ্রতিদ্বন্দ্বী ও বিকল্পহীন।
⇛ বিশেষ করে প্রাথমিক বৃত্তিতে লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ”-এর সুপরিকল্পিত পদ্ধতি, নির্ভরযোগ্য সিলেবাস প্রণয়ন, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও চুয়াডাঙ্গা জেলায়  আলোড়ন সৃষ্টিকারী ফলাফল এর কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছে।
⇛ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে মানস¤পন্ন নোট, সাপ্তাহিক পড়ার তালিকা, উধরষু ঞবংঃ, ডববশষু ঞবংঃ, গড়হঃযষু ঞবংঃ, গড়ফবষ ঞবংঃ সহ প্রাথমিক শাখায় সার্বক্ষণিক রয়েছে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ; যা ছাত্র-ছাত্রীদের দেশ সেরা ফলাফলের পিছনে এক যুগান্তকারী ভূমিকা রাখে।
⇛ বোর্ডের বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যতœ সহকারে পড়ানোর পাশাপাশি ইংরেজি ও গণিত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
⇛ ১ম হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ব্লক সিস্টেমে পাঠদান করা হয়। এতে করে নির্ধারিত দুই জন শিক্ষক নিজ ব্যাচের সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীর মধ্যে যে কোন ছাত্রের সার্বিক বিষয়ে অবগত হন এবং সমস্যা সমাধানে সচেষ্ট হন।
⇛ প্রাথমিক সমাপনী/বৃত্তির গ্র“প ভিত্তিক ব্যাচগুলোতে বছরের শুরু থেকেই বাৎসরিক পরিকল্পনা বিভাজনের মাধ্যমে পাঠদান করানো হয়, ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা যেমন ভাল ফলাফল করতে পারে তেমনি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরাও মেধা বিকাশসহ বৃত্তি লাভে সমর্থ হয়।
⇛ঠিক নিয়মে বর্ণ লেখা এবং হাতের লেখা সুন্দর করার কৌশল শিক্ষা দেওয়া হয়।
⇛ সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষার তৈরিকৃত নোট প্রদান।
⇛স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন, নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন।
⇛ শিক্ষকদের গড়হঃযষু ঐড়সব ঠরংরঃ।
*** মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষান্তে পুরস্কার প্রদান।
*** পাঠদানের কৌশল স¤পর্কে ধারণা নেওয়ার জন্য শিক্ষকদের মাসিক ২ ঘন্টার শ্রেণিভিত্তিক পরামর্শ সভা করা হয়। এক শাখার শিক্ষক অন্য শাখায় প্রেরণ করে, দুই ভাবে মতামত গ্রহণের মধ্যদিয়ে, শিক্ষকদের আদর্শ শিক্ষক-এ রূপান্তর। উদাহরণস্বরূপ: নিজের ভুলগুলো সংশোধন এবং অন্যের ভুলগুলো নির্বাচন করা, অতপর আলোচনা করে পাঠদানের সঠিক সিদ্ধান্ত নেওয়া।
*** বৎসরে ৩টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেমিস্টার পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে মাসিক এবং মাসিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের প্রত্যাশায় সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা। সাপ্তাহিক পরীক্ষার প্রস্তুতির জন্য দৈনিক কঠোরভাবে ঙহব ইু ঙহব পড়া আদায়ের ব্যবস্থা।
*** তিন মাস পর পর শিক্ষক-অভিভাবক সমাবেশ।
*** সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক ক¤িপউটার শিক্ষা।
বাবা হিসেবে-প্রতিদিন ১ ঘন্টার জন্য হলেও সন্তানের খোঁজ-খবর নিতে পারলে সবচেয়ে উত্তম হবে।
   

মা হিসেবে-বাসায় পাঠের পরিবেশ এবং সময়মত খাবার পরিবেশন করলে সন্তানের লেখা-পড়ার মনোযোগ বৃদ্ধি পাবে।
শেষ কথা: মূলত ভাল ফলাফলের জন্যই “লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল” সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেতে সক্ষম হয়েছে। এ জন্যই আপনার সন্তানের আস্থাভাজন “লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল”।

আমরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই করি না আমরা নেই দায়িত্ব, যা একজন শিক্ষার্থীকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

No comments:

Post a Comment